নিচে মানসিক দক্ষতা (Mental Ability) বিষয়ের উপর ভিত্তি করে ১০০টি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন) তৈরি করা হয়েছে, প্রতিটির সঠিক উত্তরসহ। এগুলো বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য উপযোগী।
✅ মানসিক দক্ষতা MCQ (১–২৫)
-
নিচের কোনটি ভিন্ন?
ক) কলম খ) খাতা গ) বই ঘ) চেয়ার
উত্তর: ঘ) চেয়ার -
যদি A = 1, B = 2, ..., Z = 26 হয়, তাহলে "DOG" এর মান কত?
ক) 26 খ) 30 গ) 34 ঘ) 35
উত্তর: গ) 34 (D=4, O=15, G=7 → 4+15+7) -
যদি 2+3 = 13, 3+4 = 25, তাহলে 4+5 = ?
ক) 41 খ) 45 গ) 30 ঘ) 29
উত্তর: খ) 45
(2×3 = 6, 2+3=5 → 6+7 = 13) (3×4=12 +13 =25), (4×5=20 +25 =45) -
REFRESH শব্দটি উল্টো করলে ৩য় অক্ষর কী হবে?
ক) E খ) F গ) H ঘ) S
উত্তর: গ) H (HSERFER) -
1, 3, 6, 10, 15, ?
ক) 21 খ) 22 গ) 20 ঘ) 25
উত্তর: ক) 21 (+2, +3, +4...) -
একটি সংখ্যার তিনগুণে 4 যোগ করলে 25 হয়। সংখ্যাটি কত?
ক) 5 খ) 6 গ) 7 ঘ) 8
উত্তর: খ) 7 -
যদি PEN = 35 হয়, তাহলে INK = ?
ক) 29 খ) 30 গ) 34 ঘ) 40
উত্তর: গ) 34 (I=9, N=14, K=11 → 9+14+11) -
যদি CAT = 24, তাহলে DOG = ?
ক) 26 খ) 27 গ) 34 ঘ) 25
উত্তর: গ) 34 -
নিম্নোক্ত কোনটি ভিন্ন?
ক) লাল খ) নীল গ) হলুদ ঘ) গোলাপ
উত্তর: ঘ) গোলাপ (অন্যান্যগুলো রং, এটি ফুল) -
16, 8, 4, 2, ?
ক) 0 খ) 1 গ) 0.5 ঘ) 1.5
উত্তর: খ) 1 -
নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা?
ক) কম্পিউটার খ) ল্যাপটপ গ) প্রিন্টার ঘ) ক্যালকুলেটর
উত্তর: গ) প্রিন্টার (অন্যগুলো প্রসেসর, এটি আউটপুট ডিভাইস) -
দুটি সংখ্যার যোগফল 20 এবং তাদের পার্থক্য 4 হলে, বড় সংখ্যাটি কত?
ক) 10 খ) 12 গ) 14 ঘ) 16
উত্তর: খ) 12 -
2, 6, 12, 20, ?
ক) 30 খ) 32 গ) 35 ঘ) 28
উত্তর: ক) 30 -
HAT → IBU, BAT → ?
ক) CBU খ) CBU গ) CAV ঘ) CAT
উত্তর: ক) CBU -
9, 27, 81, ?
ক) 162 খ) 243 গ) 100 ঘ) 54
উত্তর: খ) 243 -
যদি A = 1, Z = 26, তাহলে M + N = ?
ক) 27 খ) 25 গ) 24 ঘ) 28
উত্তর: ঘ) 28 (M=13, N=14) -
3, 5, 9, 17, ?
ক) 33 খ) 30 গ) 28 ঘ) 25
উত্তর: ক) 33 (+2, +4, +8, +16) -
নিম্নের কোনটি গাণিতিক যুক্তির উপর ভিত্তি করে নয়?
ক) 1, 4, 9, 16 খ) 2, 4, 6, 8 গ) 3, 5, 7, 10 ঘ) 5, 10, 15, 21
উত্তর: ঘ) 5, 10, 15, 21 (শেষটি ভিন্ন) -
LION এর বিপরীত শব্দ কোনটি?
ক) WOLF খ) TIGER গ) DEER ঘ) NONE
উত্তর: গ) DEER (Lion শিকারি, Deer শিকার) -
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 এবং প্রস্থ 8 হলে, ক্ষেত্রফল কত?
ক) 96 খ) 100 গ) 80 ঘ) 92
উত্তর: ক) 96 -
ABC, DEF, GHI, ?
ক) JKL খ) KLM গ) LMN ঘ) NOP
উত্তর: ক) JKL -
BCS: CIVIL = PSC : ?
ক) EXAM খ) COMMISSION গ) PUBLIC ঘ) SERVICE
উত্তর: খ) COMMISSION -
6 × 2 = 12, 7 × 3 = 21, তাহলে 9 × 4 = ?
ক) 36 খ) 32 গ) 36 ঘ) 27
উত্তর: ক) 36 -
একটি গাড়ি 60 কিমি/ঘণ্টা গতিতে 2 ঘণ্টায় কত দূরত্ব অতিক্রম করে?
ক) 100 কিমি খ) 110 কিমি গ) 120 কিমি ঘ) 150 কিমি
উত্তর: গ) 120 কিমি -
যদি ALL = 12 হয়, BALL = ?
ক) 14 খ) 15 গ) 17 ঘ) 16
উত্তর: গ) 17✅ মানসিক দক্ষতা MCQ (২৬–৫০)
-
এক ব্যক্তি তার বয়সের দ্বিগুণ হলে তা 50 হবে। বর্তমান বয়স কত?
উত্তর: 25 -
2, 4, 8, 16, ?
উত্তর: 32 -
যদি 3 × 3 = 18 এবং 4 × 4 = 32, তাহলে 5 × 5 = ?
উত্তর: 50 -
নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পর্ক নয়?
ক) শিক্ষক - ছাত্র
খ) ডাক্তার - হাসপাতাল
গ) চাষি - লাঙ্গল
ঘ) বই - কম্পিউটার
উত্তর: ঘ) -
যদি H = 8, E = 5, তাহলে HE = ?
উত্তর: 13 -
5, 10, 20, 40, ?
উত্তর: 80 -
1, 4, 9, 16, 25, ?
উত্তর: 36 -
2 + 2 × 2 = ?
উত্তর: 6 (বোডমাস অনুযায়ী) -
12 – 3 × 2 + 4 = ?
উত্তর: 10 -
একটি সংখ্যার বর্গ 144, সংখ্যা কত?
উত্তর: 12 -
যদি TEA = 26, তাহলে EAT = ?
উত্তর: 26 (উল্টালেও মান একই) -
নিম্নের কোনটি ত্রিভুজ নয়?
ক) সমকোণ খ) সমদ্বিভুজ গ) বর্গ ঘ) সমবাহু
উত্তর: গ) -
CAT শব্দের পরবর্তী শব্দ কী?
উত্তর: CAU -
একটি সংখ্যার দ্বিগুণের সাথে 10 যোগ করলে হয় 50। সংখ্যা কত?
উত্তর: 20 -
যদি 5^2 = 25 হয়, তাহলে 6^2 = ?
উত্তর: 36 -
BIRD : FLY :: FISH : ?
উত্তর: SWIM -
নিচের কোনটি জোড়া সম্পর্কযুক্ত নয়?
ক) কাগজ - কলম
খ) চাল - ভাত
গ) রুটি - পান
ঘ) পানি - আগুন
উত্তর: ঘ) -
RIGHT এর বিপরীত শব্দ কোনটি?
উত্তর: LEFT -
যদি B = 2, D = 4, তাহলে J = ?
উত্তর: 10 -
নিম্নোক্ত কোনটি সংখ্যা নয়?
ক) 0 খ) -1 গ) √4 ঘ) π
উত্তর: ঘ) (π একটি গাণিতিক ধ্রুবক) -
যদি RED = 27, তাহলে BLUE = ?
উত্তর: 40 -
9, 18, 36, ?, 144
উত্তর: 72 -
যে কাজ করতে 10 জন লোক 5 দিন লাগে, তা 5 জন লোক কত দিনে করবে?
উত্তর: 10 দিন -
নিচের কোনটি ভৌত রাশি নয়?
ক) সময় খ) ভর গ) তাপ ঘ) মধুরতা
উত্তর: ঘ) -
মা তাঁর ছেলেকে ২৫০ টাকা দিলেন, যার ৪০% সে খরচ করল। অবশিষ্ট কত?
উত্তর: 150 টাকা
✅ মানসিক দক্ষতা MCQ (৫১–৭৫)
-
1, 2, 4, 8, ?, 32
উত্তর: 16 -
যদি 6 + 3 = 27, তাহলে 7 + 2 = ?
উত্তর: 27 -
PEN : WRITE :: KNIFE : ?
উত্তর: CUT -
যদি SUMMER = 98, তাহলে WINTER = ?
উত্তর: 87 -
81 এর ঘনমূল কত?
উত্তর: 4.33 (প্রায়) -
নিচের কোনটি যুক্তি নয়?
ক) যদি-বুঝি
খ) কারণ-ফল
গ) যদি-তবে
ঘ) যতক্ষণ-ততক্ষণ
উত্তর: খ) -
ABC, BCD, CDE, ?
উত্তর: DEF -
মা : কন্যা :: বাবা : ?
উত্তর: পুত্র -
যিনি পড়েন তিনি?
উত্তর: পাঠক -
6, 11, 21, 41, ?
উত্তর: 81 -
একটি গাড়ি ৩ ঘণ্টায় ১৮০ কিমি গেলে গড় গতি কত?
উত্তর: ৬০ কিমি/ঘণ্টা -
একজন ছাত্র ১০০ নম্বরের পরীক্ষায় ৬০% পেয়েছে। কত নম্বর পেয়েছে?
উত্তর: ৬০ -
NORTH : SOUTH :: EAST : ?
উত্তর: WEST -
DAY : NIGHT :: WHITE : ?
উত্তর: BLACK -
TABLE : WOOD :: SHIRT : ?
উত্তর: CLOTH -
যদি 2 × 3 = 13, তাহলে 3 × 4 = ?
উত্তর: 25 -
BLACK : WHITE :: HOT : ?
উত্তর: COLD -
একটি বাক্যে ৭ টি শব্দ আছে, ১টি বাদে সবই একাধিকবার ব্যবহৃত, তাহলে কত ইউনিক শব্দ?
উত্তর: ১ -
2, 4, 8, 16, 32, ?
উত্তর: 64 -
1, 3, 7, 15, ?
উত্তর: 31 -
ABC : XYZ :: DEF : ?
উত্তর: WUV -
10 জনে 10 দিনে কাজ শেষ হলে 5 জনে কত দিনে হবে?
উত্তর: 20 -
SON : FATHER :: DAUGHTER : ?
উত্তর: MOTHER -
7 + 7 ÷ 7 + 7 × 7 – 7 = ?
উত্তর: 50 -
যদি 8 × 3 = 27, তাহলে 9 × 2 = ?
উত্তর: 27
✅ মানসিক দক্ষতা MCQ (৭৬–১০০)
-
HAT : HEAD :: SHOE : ?
উত্তর: FOOT -
2, 5, 10, 17, ?
উত্তর: 26 -
20%, 25%, 30%, ?
উত্তর: 35% -
100 এর 20% কত?
উত্তর: 20 -
2 এর ঘনফল কত?
উত্তর: 8 -
নিম্নের কোনটি জোড়া নয়?
ক) লবণ-পানি
খ) আলো-অন্ধকার
গ) ধোঁয়া-আগুন
ঘ) শীত-বসন্ত
উত্তর: ঘ) -
1, 4, 2, 5, 3, ?
উত্তর: 6 -
SON : BROTHER :: DAUGHTER : ?
উত্তর: SISTER -
চোখ : দেখা :: কান : ?
উত্তর: শোনা -
9 এর বর্গ কত?
উত্তর: 81 -
ONE : TEN :: TWO : ?
উত্তর: TWENTY -
GOLD : ORNAMENT :: WOOD : ?
উত্তর: FURNITURE -
যদি 1 = 3, 2 = 5, 3 = 7, তাহলে 4 = ?
উত্তর: 9 -
গাছ : বাগান :: মাছ : ?
উত্তর: জলাশয় -
5, 10, 20, 40, ?
উত্তর: 80 -
ছাতা : বৃষ্টি :: চশমা : ?
উত্তর: দৃষ্টি -
স্কুল : শিক্ষা :: হাসপাতাল : ?
উত্তর: চিকিৎসা -
একজন ব্যক্তি তার আয়ের ৩০% ব্যয় করলে সঞ্চয় কত?
উত্তর: ৭০% -
ঘড়ি : সময় :: ক্যালেন্ডার : ?
উত্তর: তারিখ -
ফল : খাওয়া :: বই : ?
উত্তর: পড়া -
ছাতা : বৃষ্টি :: সোয়েটার : ?
উত্তর: শীত -
পাখি : ডানা :: মানুষ : ?
উত্তর: হাত -
অন্ধ : দেখা :: বোবা : ?
উত্তর: কথা বলা -
সমুদ্র : পানি :: পাহাড় : ?
উত্তর: পাথর -
প্রশ্ন : উত্তর :: সমস্যা : ?
উত্তর: সমাধান
-
No comments:
Write comments